
নিজস্ব প্রতিবেদনঃ-
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যেগে ৪ নবেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পাতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে সমবায়ীদের নিয়ে র্যালী শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, সমবায় অফিসার (অ.দ্বা) মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতির লিঃ হিসেবে চারটি প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে চারজন এবং শ্রেষ্ঠ ম্যানেজার হিসেবে চারজনকে ক্রেষ্ট বিতরণ করেন অতিথিরা।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর