দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

আগৈলঝাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দর সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বরিশাল বিভাগীয় সমন্বয়ক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রাসেল আহম্মেদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ অন্যান্যরা।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের কর্মকৌশল প্রণয়ন ও কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করে সে লক্ষে কার্যক্রম গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের নীতি নির্ধারনী নেতৃবৃন্দ ছাড়াও অংগ-সগযোগী সংগঠনের নীতি নির্ধারনী নেতৃবৃন্দ, দলের মনোনীত জনপ্রতিনিধি,দলের ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad