দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে শর্টপিচ ক্রিকেট প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে রাত্রীকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৭শে অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বার্থীর বালুর মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি ইয়থ অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করে।

প্রধান অতিথি কামরুল এহসান টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। সভাপতিত্বে করেন আরিফ সরকার বিজয়। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মারুফ হোসেন এবং ইউনিটি ইয়থ অ্যাসোসিয়েশন এর সদস্যবৃন্দ।

উদ্বোধনী খেলায় হারুন স্মৃতি বনাম সবুজ বাংলা একাদশ অংশ নেন। প্রত্যেক টিমে ১২ জন করে খেলোয়াড় খেলবে এবং খেলা হবে ১০ ওভার করে। আগামী ২৯শে অক্টোবর ২০২৩(রবিবার) রাতে ফাইনাল খেলা। টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার ১০টি দল অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ইউনিটি ইয়থ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী আজিম উদ্দিন এর পৃষ্ঠপোষকতায় সংগঠনটি মানবিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সময়ে খেলাধুলার আয়োজন করে আসছে যা এই অঞ্চলের মানুষের কাছে সমাদৃত হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad