দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে যুবলীগের তিন নেতাকে কুপিয়ে মারাত্মক জখম

বরিশালের গৌরনদীতে অধিপত্য বিস্তার ও অভ্যন্তরীন কোন্দলের জের ধরে অতর্কিত ভাবে হামলা চালিয়ে যুবলীগের তিন নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দলীয় প্রতিপক্ষরা।

বুধবার বিকাল ৫টার দিকে গৌরনদী পৌরসভার কসবা আল্লাহ’র মসজিদ বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌর যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাওছার ফকির (৩০), পৌর যুবলীগের সিনিয়র সদস্য রায়হান ফকির (২৯) ও সদস্য এনায়েত হোসেন ওরফে ইমাদ খান (৩৫)। গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, টরকী বন্দরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার ও পৌর যুলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাওছার ফকির সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে।

শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগ নেতা কাওছার ফকির অভিযোগ করে বলেন, অমিসহ পৌর যুলীগের সিনিয়র সদস্য রায়হান ফকির(২৫), পৌর যুলীগের সদস্য এনায়েত হোসেন ওরফে ইমাদ খান (৩৫) একটি মোটর সাইকেল যোগে বুধবার বিকালে টরকী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে বুধবার বিকাল ৫টার দিকে আমাদের মোটর সাইকেলটি কসবা আল্লাহ্’র মসজিদ বাসস্ট্যান্ডে পৌছিলে পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদারের নেতৃত্বে যুব ও ছাত্রলীগের ১০/১২ নেতাকর্মী আমাদের মোটর সাইকেলটির গতিরোধ করে। এ সময় পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদারের নেতৃত্বে চাইনিজ কুড়াল, রামদা দিয়ে আমাকে (কাওছার),্ রায়হান ফকির(২৫) ও ইমাদ খান (৩৫)কে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় আমাদের তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার বলেন, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমি গৌরনদী বন্দরে ভোলা সাহার মার্কেটে কেনাকাটা করছিলাম। এ হামলার ঘটনার সাথে জড়িতদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি  দাবি করছি।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, ওই এলাকায় থানা পুলিশ টহলে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad