দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

নামাজ পড়তে যাওয়ার সময় ধরে নিয়ে গুলি করে হত্যা

ছবি- সংগৃহীত

নামাজ পড়তে যাওয়ার সময় ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে জুয়েল ফকির (৩০) নামে এক যুবককে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সদর উপজেলায়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরকেওয়ার ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন ফকির ও সাধারণ সম্পাদক মন্টু দেওয়ান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও আলু তোলা কেন্দ্র করে কোন্দল চলে আসছিল।

এরই জের ধরে বুধবার রাত থেকে চরমশুরা-ফকিরকান্দি গ্রামে দুগ্রুপের মধ্যে উত্তেজনা ও কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোরে হারুন ফকিরের চাচাতো ভাই জুয়েল ফকির নামাজ পরতে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে জোর করে ধরে নিয়ে গুলি ও মাথায় আঘাত করে জমিতে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পূর্ব শত্রুতা এবং আধিপত্য বিস্তার নিয়ে মন্টু দেওয়ান ও হারুন ফকিরের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এ বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad