
নিউজ ডেক্সঃ- পাবনার ঈশ্বরদী পাকশী ইউনিয়নের যুক্তিতলা কাদের এর মোড়ের এলাকার মৃত দেলবার হোসেনের ছেলে। বাদশা হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার২৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার উমিরপুর এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল।
নিহত বাদশা হোসেন ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) রোডের ‘মিঠুন স্টোর’-এর মালিক জমির ব্যবসা করতেন । তাঁর পরিবারের অভিযোগ, তাঁকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করে রেললাইনের পাশে ফেলে দেওয়া হয়েছে। উমিরপুর এলাকার কয়েকজন বলেন,রাতে হঠাৎ চিৎকার শুনতে পান। পরে এলাকার লোকজন গিয়ে দেখেন,রেললাইনের পাশে মাথাবিচ্ছিন্ন লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। বাদশা হোসেনের ছেলে মিঠুন হোসেন বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাদেরের মোড় থেকে কয়েকজন অস্ত্রের মুখে বাবা কে তুলে নিয়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরে পুলিশ বাবার মরদেহ উদ্ধার করে।’ মিঠুন হোসেন আরও বলেন, ‘কিছুদিন আগে মুঠোফোনে তাঁর বাবার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে হত্যা করেছে। পরে ঘটনাটি আত্মহত্যা বা দুর্ঘটনা বলে চালানোর জন্য রেললাইনের পাশে মরদেহ ফেলে রাখা হয়।’ ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি আত্মহত্যা। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
More Stories
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষ
বাজিতপুরে তুচ্ছ ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে হামলা, দলীয় প্রধানদের ছবি ভাঙচুরে চরম উত্তেজনা