
নিজস্ব প্রতিবেদক
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পাঁচ একর ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি ও আওয়ামী লীগ নেতাসহ একাধিকজনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বারেক সরদার (৫৫), ইউনিয়ন যুবদল নেতা জিয়া হাওলাদার (৪০), ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহীদ হাওলাদার (৬৫), রুবেল হাওলাদার (৫০), নাঈম সরদার (২৭)সহ ১০-১২ জনের একটি দল প্রায় সাতটি ঘেরের পাঁচ একর জমির মাটি কেটে নেয়। এতে জমিগুলো চাষের অনুপযোগী হয়ে পড়ে।
মো. আতিক মৃধা, অভিযোগ করে বলেন ।
মাটি কাটা ও পরিবহনের কারণে ধুলাবালিতে আবুল ফকিরের প্রায় ৩০০ সোনালী মুরগি মারা যায় বলে অভিযোগ উঠেছে। এছাড়া গত ১৭ এপ্রিল ভ্যানচালক সেলিম সরদার, কবির সরদার এবং পরে সেলিম মৃধা, আমান মৃধা, শাহরিয়া মৃধা, নুর ইসলাম মৃধাকে মারধরের অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, প্রতিবাদ করলে হাতবোমা বিস্ফোরণের মাধ্যমে এলাকাজুড়ে আতঙ্ক ছড়ানো হয়। মাটি কাটার কাজে সরাসরি জড়িত আনোয়ার, মধ্যস্থতাকারী মাওলা হাওলাদার, শহীদ হাওলাদার ও জসিম মৃধার নামও উঠে এসেছে।
১৭ তারিখের হামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসআই সাইফুলের নেতৃত্বে ২৫ এপ্রিল পর্যন্ত মাটি কাটা বন্ধ ছিল। এরপর আবার মাটি কাটা শুরু হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বারেক সরদার ও শহীদ হাওলাদার উভয়েই নিজেদের নির্দোষ দাবি করেন।
এদিকে স্থানীয়রা দ্রুত তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
More Stories
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত