
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের অপসারণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ওবিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (৯এপ্রিল) সকালে আগৈলঝাড়া থানার সামনের রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, রনি সরদার, মঞ্জুয়ারা বেগম, সোহাগ শাহ, লুনা বেগম, সাজ্জাদ বিশ্বাস, লিপি বেগম প্রমুখ।ইউএনও অফিসের অফিস সহায়ক বিলকিস আক্তার, মো. আমির আলী ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক মতিউর রহমান মোল্লা অভিযোগ করে বলেন, ইউএনও’র অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দেওযা আমাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনও ফারিহা তানজিন আমাদের চাকুরি খেয়ে ফেলাসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার অফিসের তিন কর্মচারী সঠিক সময়ে অফিসে আসেন না ও ঠিক মত দায়িত্ব পালন করেন না এবং অফিসে আসা সেবা গৃহীতাদের কাছ থেকে ২/১’শ করে টাকা নেয়াসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করার কারণে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। ড্রেজার দিয়ে ডোবা থেকে
অবৈধ ভাবে বালু উত্তোলণ করার দায়ে এক বালু ব্যবসায়ী যুবদল নেতাকে গত ৩ মাস পূর্বে মোবাইল কোর্টে ৫০ হাাজর টাকা জরিমানা করা হয়েছিল। ওই বালু ব্যবসায়ীর ইন্দনে ব্যবসায়ীর আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবরা মিলে আমার অপসারণ দাবি করে বিক্ষোভ করেছে বলে আমি শুনেছি।
More Stories
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত