
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
“ধর্ষিতার জানাজার আগে, ধর্ষকের জানাজা চাই” শ্লােগানে বরিশালের গৌরনদীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষনের বিরুদ্ধে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ মিছিলের আয়ােজন করেন। সােমবার দিবাগত রাত সাড়ে সাতটার দিকে মিছিলটি গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে থানার সামনে শেষ হয়। মিছিলে বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, সরকারী গৌরনদী কলেজ ও টেক্সটাইল ইনষ্টিটিউটর এর তিন শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
More Stories
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত