দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ তিন নারীসহ আহত -৫

রাজীব ইসলাম তারীম :
বরিশালের গৌরনদীতে বসত বাড়ির বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্সে নারীসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার শংকরপাশা গ্রামের এ ঘটনা ঘটে। গুরুতর আহত এক জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বসত বাড়ির জমি নিয়ে ওই গ্রামের ইব্রাহিম হাওলাদারের সঙ্গে প্রতিবেশী আলাউদ্দিন হাওলাদার গংদের বিরোধ চলে আসছে। শনিবার সকাল দশটার দিকে আলাউদ্দিনের নেতৃত্বে ১০/১২ জনে বাড়ির বিরোধপূর্ণ জমির গাছ কাটা শুরু করে। এ সময় ইব্রাহিমের লোকজনে গাছ কাটতে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে আলাউদ্দিনের নেতৃত্ব্ েহামলা চালালে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে জাহানারা বেগম (৬০) মাহিনুর বেগম (৩০), লাকি বেগম (২২) , ইলিয়াস হাওলাদার ও প্রতিপক্ষের কাবুল হাওলাদার আহত হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, মারামারির ঘটনায় একপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অপরপক্ষ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad