দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে পরকীয়ার সময় দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রাজীব ইসলাম তারীম :
অনৈতিক কর্মকাণ্ডের সময় বরিশালের গৌরনদীতে পরকীয়া প্রেমিক-প্রেমিকা উপ-সহকারী দুই কৃষি কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় মি. সাগর গোমেজের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বাড়ৈ ওই বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া। তবে রহস্যজনক কারণে কতিপয় ব্যক্তির সহযোগিতায় আটককৃত দীপঙ্কর বাড়ৈকে পালাতে সুযোগ করে দেওয়ায় ওই বাসার ভেতরে বিয়ের দাবিতে প্রেমিকা ওই নারী কর্মকর্তা অনশন শুরু করেছেন।
অনশনরত ওই নারী কৃষি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, উপজেলা কৃষি অফিসে একই পদে চাকরি করার সুবাদে গত এক বছর পূর্বে দীপঙ্কর বাড়ৈয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার নিয়ে দীপঙ্কর আমার সঙ্গে মেলামেশা করে। তার (দীপঙ্কর) স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় সুবাদে বাসা খালি থাকার সুযোগে বৃহস্পতিবার রাতে আমাকে তার বাসায় আসতে বলে। আমি ভোররাত ৪টার দিকে দীপঙ্করের ভাড়া বাসায় আসি। প্রতিবেশীরা টের পেয়ে বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে আমাদের ২ জনকে হাতেনাতে আটক করেন। আমাকে তার বাসায় ফেলে রহস্যজনক কারণে দীপঙ্কর পালিয়ে যান। এ ঘটনার পর বিয়ের দাবিতে আমি দীপঙ্করের বাসায় এখন অনশন শুরু করেছি।এ ব্যাপারে বাড়ির মালিক মি. সাগর গোমেজ বলেন, অনৈতিক কর্মকাণ্ডের সময় আমার বাসার ভাড়াটিয়া দীপঙ্করকে একটি মেয়েসহ আটক করেন স্থানীয়রা। এ সময় রহস্যজনক কারণে দীপঙ্কর পালিয়ে যাওয়ার কারণে মেয়েটি বিয়ের দাবিতে বাসার ভেতরে অনশন শুরু করেছেন।
গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বলেন, বিষয়টি আমি শুনেছি, তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad