
রাজীব ইসলাম তারীম :
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. মাহবুব আলম তালুকদার বলেছেন, স্মার্ট কার্ডের ব্যবহার স্মার্টভাবে করতে হবে। তাহলেই এর সুফল পাওয়া যাবে। জাতীয় পরিচয়পত্র সেবাদানের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভোগান্তি ও দূর্র্নীতি হয়। আমরা সেগুলোর মূলোৎপাটনের জন্য কাজ করছি। শিগগিরই হালনাগাদ ভোটার তালিকার কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় স্মার্ট কার্ড বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনির-উজ জামান মনির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না, আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রি,গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজীদ শরীফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
More Stories
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত