দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

কঠিন সমীকরণ মাথায় নিয়ে ব্যাটিংয়ে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক : চলমান বিপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে থাকা কুমিল্লাও অনেকটাই নিশ্চিত। তবে কঠিন ভাবে লড়াই করছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম। এই তিন দলের মধ্যে দুই দল যাবে প্লে-অফে। যেখানে বরিশালের সামনে রয়েছে কঠিন সমীকরণ। কারণ, বাকি দুই ম্যাচে শক্তিশালী কুমিল্লা ও রংপুরের বিপক্ষে খেলবে তামিম-মিরাজরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সেমিফাইনালের কঠিন সমীকরণ মাথায় রেখে শক্তিশালী রংপুরের মুখোমুখি হয়েছে বরিশাল। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল।

 

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। আহমেদ শেহজাদের জায়গায় থমাস ব্যান্টন এবং খালেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

 

অন্যদিকে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে শীর্ষে থাকা রংপুর। দেশি ক্রিকেটারদের মধ্যে একাদশ থেকে বাদ পড়েছেন রনি তালুকদার ও হাসান মুরাদ এবং একাদশে সুযোগ পেয়েছেন মুমিনুল হক ও আবু হায়দার রনি। এ ছাড়া রেজা হেনরিক্সের জায়গা খেলবেন টম মুরাস।

 

রংপুর রাইডার্স একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মুমিনুল হক, শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, ডোয়েন পিটোরিয়াস, জেমি নিশাম, টম মুরাস ও ব্যান্ডন কিং।

 

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, থমাস ব্যান্টন, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয়, কেশব মহারাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad