দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

সেই দুই কৃষকের আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত আসামি।

রাজশাহীর গোদাগাড়ীতে জমিতে সেচের পানি না পাওয়া দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষকের আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি সাখাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ এপ্রিল) ভোররাতে পলাতক এই আসামিকে উপজেলার চব্বিশনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর হিসেবে কর্মরত।
এর আগে, গত ২৩ মার্চ ওই গ্রামের অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি জমিতে বিষপান করে আত্মহত্যা করেন। সেদিনই মারা যান অভিনাথ। এর দুদিন পর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান রবি।
পরিবারের অভিযোগ, জমিতে পানির জন্য তারা ১০-১২ দিন ধরে ঘুরলেও গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন পানি দিচ্ছিলেন না। এর জেরেই চরম হতাশায় আত্মহনন করেন এই দুই কৃষক।
dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad