দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ৩৫৭ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা এনে দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার আলিশা হিলি ও র‍্যাচেল হেইন্স। তাদের প্রথম জুটি থেকেই আসে ১৬০ রান।

র‍্যাচেল ৬৮ রানে ফিরে গেলেও আলিশা খেলেন ১৭০ রানের একটি ঝলমলে ইনিংস। ১৩৮ বলে ২৬ চারের সাহায্যে এই ইনিংস খেলেন তিনি। এছাড়া বেথ মুনির ব্যাট থেকে আসে ৬২ রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট পেয়েছেন অ্যানা শোরুবসোলে। এছাড়াও এক উইকেট পান সোফি একলেস্টোন।

এদিকে মেগ ল্যানিংয়ের নেতৃত্বে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ ও সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছে অজি নারীরা। অপরদিকে গ্রুপ পর্বে সাত ম্যাচে চারটি জয় ও তিনটি হার নিয়ে সেমিতে ওঠে ইংল্যান্ড। প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ওঠে ইংলিশরা।

প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে অজিরা। আর আরেক সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে অষ্টম বারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে পা রাখে ইংলিশ নারীরা।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad