
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন, ১৪তম গ্রেড প্রদান এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, আগৈলঝাড়া উপজেলা শাখার আয়োজনে এই স্মারকলিপি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের নিকট হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান সময়ে স্বাস্থ্য সহকারীদের স্নাতক ডিগ্রিধারীদের জন্য ১৩তম গ্রেড এবং চার বছর মেয়াদি ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের ভিত্তিতে ১১তম গ্রেড প্রদান করার দাবি জানানো হয়েছে। এছাড়া টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং নিয়োগ বিধি সংশোধনের প্রয়োজনীয়তার কথাও জোরালোভাবে তুলে ধরা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী মনির হোসেন, সিঞ্চন বাড়ৈ, আলামিন হোসেন, আরিফ হোসেন, সেলিনা আক্তার, কানিজ ফাতেমা, মালা রানী পাত্র, লক্ষ্মণ চন্দ্র পাল, জোসনা হালদার, অসিত রায়, রমা রানী রায়, নুরুনাহার আক্তার, মনিষা সরকার প্রমুখ।
তারা বলেন, দেশের এক লাখ বিশ হাজার অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারীরা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় শিশু ও নারীদের টিকাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া তারা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কৃমিনাশক বিতরণ এবং কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানসহ নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই দায়িত্ব পালন করলেও তাদের পদমর্যাদা ও আর্থিক প্রণোদনার বিষয়টি উপেক্ষিত রয়েছে। তাই চলমান অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত রেজুলেশন বাস্তবায়ন করে সে বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, তাদের দাবি বাস্তবায়নে সরকার উদ্যোগ না নিলে আগামী ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য সহকারীরা ইপিআই কার্যক্রমসহ সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম থেকে বিরত থাকবেন।
More Stories
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ