
আরিফিন রিয়াদ
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরিষদে চরম বিরোধ সৃষ্টি হয়েছে। অনাস্থার পক্ষে ১১ জন ইউপি সদস্য স্বাক্ষর করলেও ইতোমধ্যে তিন সদস্য তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
ইউপি চেয়ারম্যানের অভিযোগ, গত ৫ আগস্ট থেকে পরিষদের অধিকাংশ সদস্য নিয়মিত সভায় অংশ নিচ্ছেন না। এতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি ইউপি সদস্যদের অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। তার এ পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ১১ জন সদস্য গত ২৭ এপ্রিল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন।
৩০ এপ্রিল দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হাফিজ মৃধা বলেন, “পরিষদের কার্যক্রম সচল রাখতে সদস্যদের উপস্থিতি অনুরোধ করা হলেও তারা বারবার উপেক্ষা করেছেন। বাধ্য হয়েই আমি বিষয়টি ইউএনওকে জানাই। এরপর থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সংরক্ষিত নারী সদস্য রেহানা বেগম জানান, অনাস্থা প্রস্তাবে তিনি ভুল বুঝে স্বাক্ষর করেছিলেন ও আলেয়া বেগম জানান, তিনি স¦-ইচ্ছায় অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন মীর জানান, আমি সাদা কাগজে স্বাক্ষর করেছি। তবে বিষয়টি উপলব্ধি করে তারা ইউএনও বরাবর স্বাক্ষর প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানান ওই তিন সদস্য।
ইউএনও রিফাত আরা মৌরি জানান, “চেয়ারম্যান ও সদস্য উভয় পক্ষই লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, চেয়ারম্যান হাফিজ মৃধার বিরুদ্ধে সরকার বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা ও ৪০ দিনের কর্মসূচির অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগও উত্থাপন করেছেন অনাস্থাকারী সদস্যরা।
More Stories
গৌরনদীর ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত
বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর প্রথম ৫০ দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম
গৌরনদীতে ৫ শত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা