দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে ঈদ উপহার বিতরণ

গৌরনদীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে ঈদ উপহার বিতরণ

 

রাজীব ইসলাম তারীম:

গত ২৫ মার্চ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সার্বিক পরামর্শে জুলাই-আগস্টে আন্দোলনে শহীদ পর্যায়ক্রমে উপজেলার কালনা গ্রামের ইমরান খলিফা, পূর্ব হোসনাবাদ গ্রামের জামাল হোসেন ও পশ্চিম শাওড়া গ্রামের ইলিয়াস খানের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ঈদ কার্ড ও ঈদ সামগ্রী তুলে দেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপি’র  সদস্য ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, এস এম মনিরুজ্জামান মনির,  মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল হোসেন , গৌরনদী উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক তালুকদার মিটু, বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক এম এ গফুর, বরিশাল জেলা উত্তর যুবদলের , মাসুম হাওলাদার, মহিলা নেত্রী হোসনেয়ারা বেবি, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, গৌরনদী পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল মিয়া প্রমূখ।

এসময় নেতারা বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের সরাসরি তত্ত¡াবধানে এ কার্যক্রম চলছে। আমাদের স্বেচ্ছাসেবকরা আহত নিহতদের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী এবং শহীদ পরিবারকে সম্মান জানিয়ে তারেক রহমানের চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে। পরে শহীদ ইমরানের কবর জিয়ারত করে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন বিএনপির নেতারা।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad