দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

বাজিতপুরে তুচ্ছ ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে হামলা, দলীয় প্রধানদের ছবি ভাঙচুরে চরম উত্তেজনা

বাজিতপুরে তুচ্ছ ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে হামলা, দলীয় প্রধানদের ছবি ভাঙচুরে চরম উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়নের গোড়াদ্বাড়া গ্রামে বিএনপির ইউনিয়ন কার্যালয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর, দলীয় কার্যালয় ও দোকানপাট লুটপাট এবং মহিলাদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ মে-র পরদিন সন্ধ্যায় শতাধিক সশস্ত্র দোসর দলবদ্ধভাবে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুবদলের ইউনিয়ন শাখার একটি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় দলীয় প্রধানদের ছবি ছিঁড়ে ফেলে এবং কার্যালয়ের আসবাবপত্র ধ্বংস করে।

হামলাকারীদের নেতৃত্বে ছিলেন প্রবাসফেরত সাবেক ইউপি সদস্য মাহবুব ও বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম। অভিযুক্তরা বিভিন্ন বাড়িঘর, দোকানপাটে হামলা চালিয়ে মালামাল লুটে নেয়। নারী ও সাধারণ মানুষের ওপরও হামলার অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “এই হামলার পেছনে দলের ভেতরের কিছু দোসর ও বহিরাগত চক্র জড়িত। তাদের আচরণ ছিল হিংস্র, যেন কোনো প্রেতাত্মা ভর করেছিল।”

ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এখনো অনেকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad