
নিজস্ব প্রতিবেদক
তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়নের গোড়াদ্বাড়া গ্রামে বিএনপির ইউনিয়ন কার্যালয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর, দলীয় কার্যালয় ও দোকানপাট লুটপাট এবং মহিলাদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ মে-র পরদিন সন্ধ্যায় শতাধিক সশস্ত্র দোসর দলবদ্ধভাবে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুবদলের ইউনিয়ন শাখার একটি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় দলীয় প্রধানদের ছবি ছিঁড়ে ফেলে এবং কার্যালয়ের আসবাবপত্র ধ্বংস করে।
হামলাকারীদের নেতৃত্বে ছিলেন প্রবাসফেরত সাবেক ইউপি সদস্য মাহবুব ও বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম। অভিযুক্তরা বিভিন্ন বাড়িঘর, দোকানপাটে হামলা চালিয়ে মালামাল লুটে নেয়। নারী ও সাধারণ মানুষের ওপরও হামলার অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “এই হামলার পেছনে দলের ভেতরের কিছু দোসর ও বহিরাগত চক্র জড়িত। তাদের আচরণ ছিল হিংস্র, যেন কোনো প্রেতাত্মা ভর করেছিল।”
ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এখনো অনেকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
More Stories
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষ
গৌরনদীতে সাংবাদিকের মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা