
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীত গণতন্ত্র রক্ষায় অবৈধভাবে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে ‘প্রতিবাদী সচেতন জনতার কণ্ঠস্বর’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় গৌরনদী বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য এসএম মনিরুজ্জামান মনির।
উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. কাজী সরোয়ার, উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজ মোল্লা, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হোসেন রিয়াজ ও উপজেলা বিএনপি নেতা নয়ন মিয়া সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত গৌরনদী উপজেলার ইউপি নির্বাচন ছিল সম্পূর্ণ ভোটারবিহীন। তাদের দাবি, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না করেই একতরফাভাবে নিজেদের বিজয়ী ঘোষণা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। এখন তারা সরকারি ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় পর্যায়ে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
বক্তারা আরও বলেন, একটি নিষিদ্ধ সংগঠনের প্রতিনিধিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকতে পারে না। যারা জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন, তারা রাষ্ট্রীয় শাসনের নৈতিকতা হারিয়ে ফেলেছেন। ভোট ছাড়াই নির্বাচিত এসব চেয়ারম্যানরা অবৈধভাবে জনগণের ওপর শাসন চালাচ্ছেন যা গণতন্ত্রের পরিপন্থী। বক্তারা অবিলম্বে সকল চেয়ারম্যানেেদর বরখাস্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা না নিলে রাজপথে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা ।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
More Stories
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত