
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য অনাস্থা দিয়েছেন। ইউনিয়ন পরিষদের নির্ধারিত সভায় নিয়মিত অনুপস্থিত থাকার কারণে সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত প্রতিবেদন দেওয়ায় অনাস্থা প্রস্তাবটি আনা হয় বলে অভিযোগ চেয়ারম্যানের।
বুধবার (গতকাল) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে অধিকাংশ ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে আসেন না, এমনকি বাড়িতেও অনুপস্থিত থাকেন। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কোনো মাসিক সভায় তারা উপস্থিত হননি।
তিনি জানান, সম্প্রতি বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় এক কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে, যার প্রথম ও দ্বিতীয় কিস্তির আবেদন ইউএনও গ্রহণ করেছেন। তৃতীয় কিস্তির প্রকল্প অনুমোদনের জন্য সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হলেও তারা পরিষদে আসেননি। ফলে পরিস্থিতি ইউএনও-কে জানানো হয়। এরপরই কিছু সদস্য তার বিরুদ্ধে অনাস্থা আনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সংরক্ষিত সদস্যা আলেয়া বেগম জানান, “ভুল বোঝাবুঝির কারণে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছি। পরে বিষয়টি বুঝতে পেরে ইউএনও বরাবর অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছি।” একই বক্তব্য রাখেন সংরক্ষিত সদস্যা রেহানা বেগম ও ইউপি সদস্য আলাউদ্দিন মীর।
উল্লেখ্য, চেয়ারম্যান হাফিজ মৃধার বিরুদ্ধে সরকার নির্ধারিত বরাদ্দ ইউপি সচিবের সহায়তায় এককভাবে আত্মসাত, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন অনাস্থাকারী সদস্যরা। তাঁরা দাবি করেন, চেয়ারম্যানের কারণে ইউপি সদস্যরা নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, এবং টিআর, কাবিখা, কাবিটা ও ৪০ দিনের কর্মসূচির অর্থের যথাযথ ব্যবহার হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
More Stories
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত