নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করতে পাবনার সুজানগর উপজেলায় ২৪ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১১ই মে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। নতুন কমিটিতে মোঃ জাহিদুল ইসলাম জিহাদ সভাপতি এবং রিফাতুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এই কমিটিকে সুসংগঠিত করতে নির্দিষ্ট দায়িত্বে মনোনীত হয়েছেন একঝাঁক উদ্যমী তরুণ নেতা।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন:
কমিটি অনুমোদনের বিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এম এ আশরাফ বলেন, “নতুন কমিটির মাধ্যমে সুজানগর উপজেলায় যুবদের নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে। আমরা আশা করি, এই কমিটি সুজানগরের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দেবে। আমাদের লক্ষ্য হচ্ছে সুজানগরকে বাংলাদেশ গণঅধিকার পরিষদের একটি রোল মডেল উপজেলায় রূপান্তরিত করা। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো।”
এছাড়া তিনি জানান, জেলা ও কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনায় খুব শীঘ্রই ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটিগুলোরও অনুমোদন দেওয়া হবে।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা দলীয় নীতিমালার আলোকে এলাকার যুব সমাজকে সম্পৃক্ত করে মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |