আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিএনপি নেতা লাল মিয়া হাওলাদারের ছোট ভাই ফরিদ হাওলাদারকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রত্নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদারের ছোট ভাই এবং মজিদ হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদারকে ২৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানিয়েছেন, এসআই সৌমেন বিশ্বাস রত্নপুর গ্রাম থেকে ফরিদ হাওলাদারকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৪ পিচ ইয়াবা। এ ঘটনায় এসআই সৌমেন বিশ্বাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ফরিদ হাওলাদারকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনীতি ও মাদক ব্যবসার মধ্যে সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে, যা এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে সাহায্য করবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |