মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে মাধবপুর থানার ওসি'র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকেল ৫ টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক মো: ইউসুফ খান, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী , ইউপি সদস্য সাইমন মুর্মু, পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি, এসআই জয় পাল, বিজিবির তেলিয়াপাড়া বিওপির ক্যাম্প কমান্ডার মনির হোসেন প্রমূখ। ওসি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্য সকলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা আপনাদের নিরাপত্তা দিব। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আইনশৃঙ্খলা শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। আর যারা মাদক ব্যাবসায়ীদের সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নিব।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |