আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউর রহমান জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. মামুন ওরফে মমিনকে এএসআই মাকসুদুর রহমান বুধবার রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মামুন ঢাকা ঝিগাতলার ভাড়াটিয়া বাসিন্দা ও ধানমন্ডি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ধানমন্ডি থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
তিনি আরও বলেন, বিশেষ দায়রা মামলায় এর সিনিয়র দায়রা জজ মো. রফিকুল ইসলাম এর আদালত ২০২৩ সালের ১৯ জুন আসামী মামুনের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায়ের দিন থেকেই মামুন পলাতক ছিলেন। একই রাতে অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রাম থেকে ওই গ্রামের মনু সিকদারের ছেলে তুহিন সিকদারকে গ্রেফতার করেছে এসআই আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতারকৃত তুহিন জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পালতক আসামী গ্রেফতারকৃত মামুন ওরফে মমিনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এবং তুহিনকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |