গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্পিড বেকার ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবিতে আজ সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।
[caption id="attachment_3285" align="alignnone" width="300"] প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, সড়কটির এই অংশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয়দের চলাচলে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। তারা বলেন, প্রতিদিন স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা এবং স্থানীয়রা ঝুঁকির মধ্যে পড়ছেন। স্পিড বেকার ও জেব্রা ক্রসিং স্থাপন করলে দুর্ঘটনা কমানোর পাশাপাশি তাদের চলাচল আরও নিরাপদ হবে।[/caption]
আজ সকালে গৌরনদী তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন সড়কে শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল "আমাদের নিরাপত্তা চাই", "স্পিড বেকার ও জেব্রা ক্রসিং চাই", "দুর্ঘটনা রোধে ব্যবস্থা নাও"।
এ সময় গৌরনদী থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রতিবাদকারীদের সাথে আলোচনায় বসে। প্রশাসন বিক্ষোভকারীদের আশ্বস্ত করে জানায়, দ্রুত এই সমস্যা সমাধানের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
পরিস্থিতি শান্ত হওয়ার পর, প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থী ও এলাকাবাসী তাদের আন্দোলন তুলে নেন এবং সড়ক অবরোধ শেষ করেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা বলছেন, যদি প্রশাসন দ্রুত তাদের দাবি পূরণ না করে, তবে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |