মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ভিজিএফ শ্লিপ বিতরণ করায় পৌর বিএনপির সিনিয়র সদস্য কামাল লস্করের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাটসহ পরিবারের ৩ সদস্যকে মারধর করার অভিযোগে গত কাল
রাতে ঢাকা-বরিশাল গৌরনদী জিরোপন্টে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের সাধারন জনগন। এসময় সড়কে প্রায় দুই কিলো মিটার
যানটজ সৃষ্টি হয়।
এসময় ঢাকা-বরিশাল ও আগৈলঝাড়া উপপজেলার পয়শার হাট, মহাসড়ক প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। এতে রাস্তার তিন প্রায়ন্তে প্রায় দুই কিলো মিটার মহাসড়ক জুড়ে দুরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরেন গাড়ি মহাসড়কে আটকে ছিলো।বিক্ষোভ কারীদে অভিযোগ বিএনপি’র সিনিয়র নেতা কামাল লস্কর এর বাড়িতে ভাঙ্গচুর, লটুপাটও কামাল লস্কর কে কুপিয়ে জখন এবং তার মেয়ে ও স্ত্রী এর উপর নির্য়াতন করে ।
এসময় তাদের ¯েøাগানে প্রতিবাদ জানান যে সন্ত্রাসী আব্দুর রহিমকে দল থেকে বহিস্কার করতে হবে। অভিযুক্ত আব্দুর রহিম বেপারী গৌরনদী ছাত্রদলের যুুগ-আহŸায়ক। পরে রাত নয় টার দিকে
স্থানীয় বিএনপির নেতাকর্মীর ও পুলিশ এসে তাদের দাবি মেনে নেয়া হবে বলে সড়ক সাভাবিককরেন। উল্লেখ গত শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী পৌরসভার কাছেমাবাদ
এলাকায় পৌর বিএনপির সিনিয়র সদস্য কামাল লস্করের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |