বরিশাল প্রতিনিধি :: বরিশাল সদর উপজেলায় ২ নং কাশিপুর ইউনিয়নে রাজনৈতিক দলীয় কোন্দল এবং রাজনৈতিক প্রতিহিংসার কারনে বিএনপি নেতাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা।
অভিযোগ উঠেছে, কাশিপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চালের স্লিপ বিতরন নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু এঘটনাকে পুঁজি করে স্থানীয় বিএনপি নেতা নামধারী সংঘবদ্ধ কুচক্রী মহল সাদা মনের মানুষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।
স্থানীয় সূত্র জানায় আলী আহমদ মিয়া দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা যিনি ২২ বছর যাবৎ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ও বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা মেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করেছেন। বিগত স্বৈরাশাসক আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ধরনের হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছেন।
এছাড়াও ছাত্র- জনতার আন্দোলনে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামীলীগের সন্ত্রাসী নেতৃত্বে হামলার সময়ও আহত হয়েছি। এলাকার বিভিন্ন গ্ৰুপিং রাজনীতির কারণে তারই রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছেন। যারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তাদের সঙ্গে আঁতাত করে বিভিন্ন রকমের ফায়দা লুটেছেন এবং বর্তমানেও অত্র ইউনিয়নে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে পূর্ণবাসনের চেষ্টা করছেন। তারা এই ক্লিন ইমেজের নেতা আলী আহমদ মিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ইতিমধ্যেই তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার শুরু করেছেন।
এমনকি গত শনিবার (১৫ মার্চ) সকালে কাশিপুর ইউনিয়নে ভিজিএফ চালের স্লিপ হাতিয়ে নেয়ার বিষয় তিনি কিছুই জানেন না এবং ঘটনাস্থলেও ছিলেন না। তারপরও রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আসছেন।
অত্র এলাকার সাধারণ মানুষ বলছে, নিজ দলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু তাই বলে নিজ দলের লোকজনের সঙ্গে মারামারি ও যড়যন্ত্র করা উচিৎ নয়। আর
আমাদের জানা মতে আলী আহমদ মিয়া একজন ভালো মানুষ তার পরিবারের ঐতিহ্য রয়েছে। সে এলাকার সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেন। তিনি মানুষের বিপদে-আপদে সাহায্য সহযোগিতা করেন। অন্যের হক মেরে খাওয়ার প্রয়োজন হয় না।কিন্তু যারা দলীয় ট্যাগ ব্যবহার করে অপরাজনীতি করেন তাদের বিভিন্ন অপকর্মে বাধা দেওয়ার কারণে এখন একটি সংঘবদ্ধ চক্র তাকে নিয়ে ষড়যন্ত্র করছেন।
এ ব্যাপারে বিএনপি নেতা আলী আহমদ মিয়ার সাথে একান্ত আলাপ করলে জানান, আমি কেন্দ্রীয় নির্দেশনা মেনেই রাজনীতি করে আসছি। বিগত আওয়ামী লীগ সরকার আমলে মিথ্যা মামলা সহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। আর বর্তমানেও আমার রাজনৈতিক প্রতিপক্ষ একটি মহল যারা এতদিন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক রেখে চলেছেন তারা এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ভিজিএফ চাল দেয়ার জন্য ইউনিয়ন পরিষদের সচিব আমার কোন মতামত আছে কিনা এজন্য পরিষদে ডেকেছিলেন আমি সেখানে সোজা বলে দিয়েছি যারা প্রাকৃতপক্ষে গরীব মানুষ তারাই যেন চাল পায় পরবর্তীতে বিএনপি নামধারী কয়েকজন চালের স্লিপের জন্য ঝামেলা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। ইতিমধ্যেই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছেন ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |