গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় অত্যাধুনিক আল মদিনা হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্ধোধন করা হয়েছে।
ভূরঘাটা গ্রামের সেনাবাহিনীর সিনিয়র অরেন্ড অফিসার গিয়াস উদ্দিন মুন্সীর নির্মিত রেস্টুরেন্ট শুক্রবার ইফতারের পূর্ব মুহুর্তে ফিতা কেটে উদ্ধোধন শেষে দোয়া ও মেনাজাত অনুষ্ঠিত হয়।
রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুর হক সরদার, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, সিনিয়র সদস্য আসাদুজ্জামান রিপন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মাষ্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, হাসান মাহমুদ, এসএম মিজান, আরিফিন রিয়াদ, তারিম হাসান রাজিব, মোঃ মাসুদ সরদার, তারেক মাহমুদ আলী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা স্থানীয় বাসিন্দা ও দুরপাল্লার যাত্রীদের জন্য এই আধুনিক রেস্টুরেন্টটি নতুন এক সুবিধার দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |