গৌরনদী প্রতিনিধি
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশালের গৌরনদীতে আনন্দ র্যালি বের করা হয়েছে। শুক্রবার সকাল নয়টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে বাসষ্ট্যান্ড জামে মসজিদের সামনে জামায়েত ইসলামীর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আল-আমীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর গৌরনদী-আগৈলঝাড়া থেকে মনোনয়নপ্রাপ্ত বরিশাল বিভাগীয় ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক আজিজুর রহমান, আগৈলঝাড়ার উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. গিয়াস উদ্দিন, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. সাইফুল ইসলাম স্বজল, সেক্রেটারী মো. মাইনুল ইসলম পলাশসহ অন্যান্যরা। এসময় বক্তারা পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি অনুরোধ জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |