গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
দুই কোটি টাকার মাটি কেটে নেয়ার অভিযোগে বরিশালের গৌরনদীতে এম.এস.এস নামের একটি ইট ভাটার মালিকসহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাউরগাতি গ্রামের মৃত আনোয়ার খানের ছেলে ইট ভাটার মালিক মো. আল-মানুন খান (৪৫) ও তার চাচাতো ভাই মৃত শামচুল আলম খানের ছেলে মো. দিদার খান(৪০)। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্রামস্থ ওই ইট ভাটার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. নজরুল ইসলাম জানান, ব্যক্তি মালিকানাধীন জমির ২ কোটি টাকা মূল্যের মাটি কেটে ওই ইট ভাটায় নেয়ার অভিযোগে উপজেলার বাউরগাতি গ্রামের টিপু খান বাদী হয়ে ইট ভাটার মালিকসহ ৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে গত ৩ ফেব্রুয়ারি গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত ৩টার দিকে বাউরগাতি গ্রামে ওই ইট ভাটায় অভিযান চালিয়ে ইট ভাটার সামনে থেকে মামলার আসামি ইট ভাটার মালিক আল-মানুন খান, দিদার খানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ওই ২ জনকে গতকাল রোববার দুপুরে বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই ইট ভাটার সংলগ্ন পালরদী নদীর পাড়ের মাটি এস্কেভেটার (ভেকু) দিয়ে কেটে নেওয়ার অভিযোগে সম্প্রতি ইট ভাটার মালিক আল- মামুন খানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলে এসআই নজরুল ইসলাম জানান।
বাদি এজাহারে উল্লেখ করেন, অসুস্থ হয়ে বাদি গত দেড়মাস বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। হাসপাতালে বাদি চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়াাির মধ্যে বিভিন্ন সময়ে এমএসএস ইটভাটার মালিকসহ আসামিরা ইট ভাটার উত্ত্র ও দক্ষিণ পাশের দুই কোটি টাকার মাটি ৪টি ভেকু দিয়ে কেটে নেয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরে এসে বাদি বিষয়টি ইট ভাটার মালিককে জিজ্ঞাসা করেন। এ সময় ভাটার মালিকসহ ৪ আসামি হামলা চালিয়ে বাদিকে মারধর করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |