নিজস্ব প্রতিবেদক :
আগাম (এয়োদশ) সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনিত হয়েছেন বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। গত বুধবার রাত ৮টার দিকে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের আলোকে বরিশাল-১ আসনের জামায়াতের দলীয় মনোনিত প্রার্থীর কামরুল ইসলামের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল কার্যনির্বাহী কমিটির সদস্য ও আঞ্চলিক পরিচালক অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকোরুদ্দিন খান রাজীব, কেন্দ্রীয় মজলিশের সদস্য বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আ, জব্বার। গৌরনদী-আগৈলঝাড়া উপজেলাসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার আমীরসহ নেতৃবৃন্দরা সভায় উপস্থিত ছিলেন।
বরিশাল-১ আসনে বরিশাল-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম বলেন, জামায়াতের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা আগামী সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে নির্বাচন করার জন্য দলীয়ভাবে আমাকে মনোনীত করেছেন। এ জন্য আল্লাহ্ কাছে শুকরিয়া জানাই এবং গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাবাসীর কাছে দোয়া চাই।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |