নিজস্ব প্রতিবেদক :
বরিশালের গৌরনদী উপজেলার প্রচীনতম ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও শ্রেনি উত্তরণ মেধা পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
বুধবার বিকেলে স্বুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধমর্ীনি অ্যাডভোকেট ফাতিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, বিআরডিবির সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বিএনপি নেতা মো. আকবর হোসেন মোল্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান। সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য গাজী রফিকুল ইসলাম জুয়েল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |