রাজীব ইসলাম তারীম :
আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অংশ হিসেবে সাম্য মানবিক রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনায় সমাজ গঠনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির নেতারা।
শুক্রবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, বরিশাল জেলা সদর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও রাজিহার ইউপির সাবেক চেয়ারম্যান এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান তিনি বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সকলেই বাংলাদেশী তাই স্বাধীনভাবে সবাই ধর্ম চর্চা করবে। এতে দেশের সাম্য ফিরে আসবে।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সারা দেশের নেতাকর্মীদের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পাশে থাকার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ও গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ও গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, জেলা উত্তর বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির জেলা উত্তর বিএনপির সদস্য ও সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, বরিশাল জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ গফুর, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য মাসুম হাওলাদার, হোসনে আরা বেবী প্রমূখ উপস্থিত ছিলেন ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |