নেয়ামত উল্লাহ্ (খাগড়াছড়ি)
যে বাঙালি বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। সেই বাংলার পার্বত্য চট্টগ্রামে ৫৪ বছরেও এখনো স্বাধীনতা পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। বিশেষ করে অবৈধ অস্ত্রধারীরা তাদের পেট চালাতে এবং উচ্ছাবিলাসি এলিটদের ক্ষমতায়ন করতে যারা অস্ত্রহাতে নিয়োজিত তারা এক ভীতিকর পরিস্থিতিতৈরি করে রেখেছে।
এখানে একজন বাঙালি হয়ে দিনেদুপুরে উপজাতি অধ্যুষিত গহীন অরণ্যে যাওয়া যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি রাত নামলে সাহেবী উপজাতি অধ্যুষিত এলাকার মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করতেও ঝুঁকিপূর্ণ।
প্রতিনিয়ত ঘটছে সন্ত্রাসী ঘটনা। শুক্রবার সন্ধ্যা নামারপরও সন্ত্রাসী কর্তৃক খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক মহাসড়কের লতিবান প্রিন্সিপাল পাড়া সংলগ্ন এলাকায় মারধোর করে মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেল।
বর্তমানে পানছড়ি হাসপাতালে ভর্তি আছে ভুক্তভোগী ১. আব্দুর রহিম (২৪), পিতা মোঃ মতিউর রহমান, গ্রাম মধ্যনগর। ২. মোহাম্মদ আজাদ হোসেন বাবু (২২), পিতা আব্দুল কাদের, গ্রাম দমদম, পানছড়ি এবং ৩. মোঃ সোহাগ (২৩), পিতা আলিনুর, গ্রাম কলোনি পাড়া, পানছড়ি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |