রাজীব ইসলাম তারীম :
বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়করে ভূরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণপাশে সাকুরা পরিবহন ও মটরসাইকেল মূখোমূখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত ও অপর আরোহী আহত হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন বেপরোয়া গতিতে ভূরঘাটা বাসস্ট্যান্ড অতিক্রম কালে একটি মটর সাইকেলকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় ও অপর জন আহত হয়।
প্রতক্ষ্যদর্শী মো. ফয়াস মুন্সী জানান মটর সাইকেলটি বরিশালের হিজালা থেকে ঢাকার উদ্দশ্যে যাচ্ছিল এসময় বেপরোয়া গতির সাকুরা পরিবহণের ধাক্কায় মটরসাইকেলের দুইজন আরোহী একজন ঘটনা স্থলেই মারা যায় ও অপরজন গুরুতর আহত হন।
গৌরনদী ফারসার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান আমরা (৯৯৯) নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে নিহত একজনকে উদ্ধার করেছি। এছড়া আরও একজনকে আহত অবস্থা উদ্ধার করে গৌরনী উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহেনর গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ব-১১৩৩৮৪। এছাড়া মটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৬৪-২১১০। নিহত ব্যক্তি বরিশাল জেলার হিজলা উপজেলার গবিন্দপুর গ্রামের মো. বাবুল চৌধুরীর ছেলে ২৪ বছর বয়সী মো. রিফাত চৌধুরী ও আহত ব্যক্তি একই উপজেলার বড়জালিয়া গ্রামের মো. আলতাফ বেপারীর ছেলে ৩১ বছর বয়সী মো. আমানুল্লাহ বেপারী । এঘটানয় স্থানীয়রা ঘাতক সাকুরা পরিবহণকে আটক করলেও পরিবহণের ড্রাইভারসহ সকল স্টাফ পালিয়ে যায়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান , গাড়িটিকে আটক করা হয়েছে। এছড়া আইনি প্রক্রিয়া মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |