নিউজ ডেস্ক:
শেখ হাসিনার সরকার পতনের পর ৫ আগস্ট ধামরাই ইউএনও খান মো. আব্দুল্লা আল মামুনের বাসভবন ও গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার ওই ভস্মীভূত গাড়ি ও বাড়ি পরিষ্কারের সময় বের হয়ে আসে কাঁড়ি কাঁড়ি পোড়া টাকার বান্ডেল। ইউএনওর বাড়ি ও গাড়িতে এত টাকার উৎস নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোড়া টাকার ছবি ছড়িয়ে পড়ে। পরে বুধবার গাড়ি ও বাড়ি পরিচ্ছন্নের সময় টাকার বান্ডেলগুলো বের হয়ে আসে। পুড়ে যাওয়া টাকার আনুমানিক পরিমাণ ৬০ লাখ। জেলা প্রশাসক তানভীর আহাম্মেদ বলেন, বিষয়টি জেনেছি, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |