রাজীব ইসলাম তারীম
বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ফাহিম বীন ফিরোজ রাতুল (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাতুল পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে ফাহিম বীন ফিরোজ রাতুল সহ ৪ বন্ধু মিলে উপজেলা পরিষদের মসজিদের পুকুরে গোসল করতে নামে। এসময় অসাবধানতা বসত রাতুল পুকুরে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি করে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মরত চিকিৎসক রাতুলকে মৃত্যু ঘোষনা করেন।
অপর দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড-বন্দর সড়কের বেইলি ব্রিজের কাছে ভবনের সিড়ি ধসে নিমার্ণ শ্রমিক ইব্রাহীম খান (২৮), খোকন হাওলাদার (৩৫) ও নিরাঞ্জন হালদার (৫০) আহত হয়েছে। গুরুতর অবস্থায় ইব্রাহীম খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |