নিজেস্ব প্রতিনিধি :
জমে থাকা বৃষ্টির পানিকে কেন্দ্র করে একজন কে কুপিয়ে গুরুতর ভাবে আহত করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের চার জন আহত হয়েছে। বর্তমানে আহত ওই চারজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খোঁজ নিয়ে জানাযায় ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার পৌর এলকার নীলখোলা স্কুলের পশ্চিম পাশে ১নং ওয়ার্ড সুন্দরদী এলাকায়। ৫ অক্টোবার শনিবার সকাল ১০ টার সময় ২৬ বছর বয়সী রায়হান বেপারী তাদের বাসার সামনে জমে থাকা বৃষ্টির পানির বিষয় কথা বলতে যান ৫২ বছর বয়সী মুক্তি মনির সাথে। মুক্তি মনির বাসার সামনে রাস্তার মাঝখানে কংক্রিট ঢালাইয় দিয়ে রাস্তা উঁচু করে ফেলেন ফলে সামান্ন বৃষ্টি হলেই পানি জমে থাকে। এছাড়া মুক্তি মনি তাদের দেয়াল ঘেঁষে জমে থাকা ময়লা ও ঘাস কাটতে বলাতেই তিনি ক্ষিপ্ত হন। দুইজনে কথা বলার এক পর্যায় জড়িয়ে পড়েন বাকবিতান্ডায়, মুক্তি মনি’র হাতে থাকা দেশিয় অস্ত্র দা দিয়ে কোপ মারলে ডান হাতের আঙ্গুল কেটে যায় রায়হান বেপারীর তিনি ওই গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। আহত অবস্থায় রায়হানকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হামলার বিষয় মুক্তি মনি জানান দীর্ঘদিন যাবত নুরুজ্জামান ও তার ছেলে বিভিন্ন ভাবে আমাদের জালাযন্ত্রনা করে আসছে। আজকে এসেও ঝগড়া শুরু করে দিয়েছে। তাদের হামলায় আমার মেয়ে দিয়া মনি’র কোমরে অনেক আঘাত পেয়েছে, এছাড়া প্রতিবেশি বাবুল দাসের স্ত্রী সঙ্গিতা দাস ছাড়াতে আসলে তার ডান হাতে লাটি দিয়ে পিটিয়ে ভেঙ্গে দেয়। আমার মেয়ে এবং প্রতিবেশি আমরা বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতেল ভর্তি রয়েছি। মুক্তি মনি জানান এবিষয় গৌরনদী মডেল থানা মৌখিক অভিযোগ করেছি।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান নুরুজ্জামান নামের এক লোক অভিযোগ করার পর ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী মডেল থানা পুলিশ । এছাড়া হামলার শিকার হওয়া মুক্তি মনি নামে এক মহিলা মোবাইল ফোনে অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |