বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যের বই বিতরণ করে বই উৎসব পালন করা হয়েছে।
সোমবার উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যর নতুন বই তুলে দিয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
প্রধান অতিথি স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নিয়মিত পড়াশুনার প্রতি মনোযাগী হবার আহ্বান জানিয়ে বলেন উপজেলায় এবছর ২৮হাজার ৫শ জন শিক্ষার্থী ২লাখ ৩০ হাজার পিচ নতুন বই পাবে। সরকার পড়াশুনার জন্য এই বই বিনামূল্যে দিয়ে আসছে।
এদিকে উপজেলা সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে নতুন বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত।
অন্যদিকে সরকারী গৈলা মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটকসহ অন্যান্য কর্মকর্তাগন।সূত্র মতে, উপজেলার সরকারী ও বে-সরকারী ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে সরকারের বিনামূল্যের ৭৫হাজার পিচ নতুন বই পাবে। অন্যদিকে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসাসহ মোট ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিনামূল্যে ১ লাখ ৫৫ হাজার পিচ নতুন বই বিতরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |