বি এম মনির হোসেনঃ-
পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশের ফাইভ স্টার চেইন হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম এর মধ্যে ডিরেক্টরস এবং হোটেল কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।এসময় টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা খাতুন ও পুলিশ ইন্সপেক্টর আব্দুর রাকিব উপস্থিত ছিলেন। অন্যদিকে হোটেল প্যান প্যাসিফিক সোনারগা এর পক্ষে ম্যানেজিং ডিরেক্টর এ কে এম বেঞ্জামিন রিয়াজী (যুগ্ম সচিব), জেনারেল ম্যানেজার (জিএম) রবিন জে. এডওয়ার্ডস, চিফ অফ সিকিউরিটি স্কোয়াড্রন লিডার ( অবঃ) মিস উম্মে সালমা, পাবলিক রিলেশন ম্যানেজার মোহাম্মদ নাফিউজ্জামান সহ আরো অন্যান্য হোটেল প্রতিনিধি উপস্থিত ছিল।এ সময় তাদের মধ্যে বাংলাদেশ ভ্রমণে আসা বিভিন্ন দেশি-বিদেশি পর্যটকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন: সেন্স অফ সিকিউরিটি, পর্যটন স্পট ভ্রমণে টুরিস্ট পুলিশের সহযোগিতা,হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ অবস্থানরত পর্যটকদের সমস্যা ও বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।এ সময় পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম বলেন "পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি শক্তিশালী খাত। তাই পর্যটন শিল্প বিকাশে এবং টুরিস্টদের আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টুরিস্ট পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের মানসম্মত প্রতিটি হোটেলে টুরিস্ট পুলিশ "টুরিস্ট পুলিশ হেল্প সেন্টার" স্থাপন করবে। যেখান থেকে পর্যটকরা পুরো বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে সব ধরনের তথ্য পাবে। বর্তমানে টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বার থেকে এই সুবিধা দেয়া হচ্ছে।"পরবর্তীতে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে হোটেল প্যান প্যাসিফিক সোনারগা কর্তৃপক্ষকে টুরিস্ট পুলিশের হটলাইন সম্বলিত কাট আউট,এক্স ব্যানার ও ডেস্ক ইনফর্মেশন বক্স দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |