আজকের খবর ডেক্সঃ-
আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাাদারীপুর -০৩ আসনে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক যোগাযোগ মন্ত্রী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাত ২টা ৫মিনিটে শেষ নিশ্বাষ ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি মরুহমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদে বরিশাল-১ আসনের উন্নয়ন প্রকল্প সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মরহুম আবুল হোসেন এর শ্রদ্ধা-স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করে শোক প্রস্তাব গ্রহন করেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ।ওই সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ,গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারগন, উপজেলা চেয়ারম্যানগন, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যানগন, ইউপি চেয়ারম্যানগন, আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।অন্যদিকে আগৈলঝাড়ার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী (এস.এস.সি. ১৯৬৬), ২০০০ সাল থেকে বিদ্যালয়ে মেধাবী শিক্ষা বৃত্তির ফাউন্ডার সৈয়দ আবুল হোসেন এর মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |