আজকের খবর ডেক্সঃ-
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও আহবায়ক (মন্ত্রী), পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি গৌরনদী উপজেলার ৮৪টি মন্দিরে সপ্তমী পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার বিকালে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি পূজা মন্ডপ পরিদর্শন করেন,এসময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুনাহান মেরী,গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সি, গৌরনদী পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভোলা সাহা, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, গৌরনদী প্রেসক্লাব সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ প্রমূখ। পূজা উদযাপন কমিটির সভাপতি সহ হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি বলেন সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজায় মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে। এ সময় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন দৈনিক আজকের খবর পত্রিকার প্রতিনিধিকে বলেন গৌরনদী পুলিশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যরা নিরলস কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |