আজকের খবর ডেক্সঃ-
বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে প্রশাসনের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের করে আসছেন সরবাড়ি গ্রামের তাপস হালদার। এতে পাশ্ববর্তী চাষাবাদকৃত জমি ভেঙ্গে ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার বাকাল ইউনিয়নের সরবাড়ি গ্রামে গত কয়েকদিন ধরে স্থানীয় গোপাল হালদারের ছেলে তাপস হালদার বড়মগরা গ্রামের নুর আলম মিয়ার অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নিজের(তাপসের)পুকুর থেকে বালু উত্তোলণ করে আসছেন। এতে হুমকির মুখে পরেছে পাশের চাষাবাদকৃত জমি। সে তার ঘের থেকে বিভিন্ন লোকজনের কাছে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এর ফলে ওই ঘেরের পাশের আবাদি জমি ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। যে কোন সময় জমি ধ্বসে যেতে পারে বলে জানান স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন স্থানীয়রা জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের কাজে বাঁধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা কৃষি জমি রায় সংশ্লিষ্টদের দ্রত পদক্ষেপ দাবী করছেন। এব্যাপারে অবৈধভাবে বালু উত্তোলনকারী তাপস হালদার সাংবাদিকদের জানান, আমার নিজের জায়গা থেকে নিজে বালু উত্তোলন করছি। এতে সমস্যা কি। বালু উত্তোলন শেষ হলেই মেশিন নিয়ে যাওয়া হবে। এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বালু উত্তোলন করা সরকারী নিষেধ রয়েছে। তার পরেও যদি কেউ বালু উত্তোলন করে থাকে তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |