আগৈলঝাড়া প্রতিনিধি : “এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির কর্মক্ষেত্র ও নিরাপত্তার বিষয় বিবেচনায় এবছর দিবসটি অনাড়ম্বরভাবে পালন করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তরের সচেতনতায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা, ডা. আলামিন হোসাইন, ডা. সাবিনা আফরোজ, প্রধান অফিস সহকারী মিজানুর রহমান সিকদার, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মিজানুর রহমান, পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, অটিজম স্পেক্ট্রাম স্নায়ুবিকাশজনিত বৈচিত্র যার প্রকৃত কারণ আজও চিকিৎসা বিজ্ঞানের কাছে অজানা। অটিজম স্পেক্ট্রামের ফলে একটি শিশুর জন্মের ১৮-২৪ মাস পর থেকে নানা ধরনের বুদ্ধিভিত্তিক বিকাশগত সমস্যা দেখা যায়। কখনও কখনও অটিজম সম্পন্ন ব্যক্তির মধ্যে একাধিক স্নায়ুবিক বিকাশগত সমস্যা লক্ষ্য করা যায়। এ বিষয়ে অভিভাবক বিশেষ করে মায়েদের পর্যাপ্ত জ্ঞান থাকলে শিশুর বেড়ে ওঠার সময়ে কোন অস্বাভাবিকতা লক্ষ্যণীয় হলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করলে জটিলতা অনেকটাই কাটিয়ে উঠা যায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |