মাদারীপুর সংবাদদাতাঃ
মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে ভাসমান অবস্থায় আরিফুল (১৪) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কালকিনি উপজেলার কৃষ্ণনগর এলাকার একটি পুকুরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে কালকিনি থানায় খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
জানাগেছে আরিফুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। সে কালকিনি কৃষ্ণনগর এলাকার দারুল কুরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার ছাত্র।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল। তিনি জানান, সকালে পৌরসভার কৃষ্ণনগর এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |