প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২২, ৫:৩৯ পি.এম
কালকিনিতে মুক্তিযুদ্ধ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

আবির হাসান পারভেজ, স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের কালকিনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গৌরবময় স্মৃতি'৭১ মুক্তিযুদ্ধ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। গৌরবময় স্মৃতি'৭১ হাওলাদার বাড়ী মুক্তিযুদ্ধ ক্যাম্প কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওহিদুল ইসলাম মামুন, ডিসি (ডিবি), ডিএমপি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, আজিজুস সামাদ আজাদ ডন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সহ-সভাপতি বীর মুক্তিোদ্ধা আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক সরদার মো: লোকমান হোসেন, কালকিনি পৌরসভা মেয়র এস.এম হানিফ, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, সিডি খান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাঁন মিয়া সিকদার, হারুন অর রশিদ হাওলাদার, শামসির আজাদ বাবুল প্রমুখ। বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |