মারাত্মক জীবন শঙ্কায় রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলে দাবি করেছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফয়সাল ভাওদা। ইমরানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। এই তথ্য পাওয়া গেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে।
বুধবার পিটিআই নেতা ফয়সাল দাবি করেন, হত্যার পরিকল্পনা করা হচ্ছে প্রধানমন্ত্রী ইমরানকে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে তার নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন ফয়সাল। সভা-সমাবেশে ভাষণ দেয়ার সময় ইমরান খানকে বুলেটপ্রুফ গ্লাস ব্যবহার করার জন্য ক্ষমতাসীন দলের নেতারা অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
ফয়সাল বলেন, প্রধানমন্ত্রী ইমরান একজন সাহসী ব্যক্তি। পাকিস্তানের বিষয়ে আপস করবেন না তিনি। কারও কাছে জাতির মাথা নত হতে দেবেন না ইমরান।
প্রধানমন্ত্রী ইমরান আগেও জীবননাশের হুমকি পেয়েছেন উল্লেখ করে পিটিআইয়ের এই নেতা বলেন, এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি ষড়যন্ত্র চলছে।
আগামী ৩ এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। জিও টিভির সবশেষ প্রতিবেদন অনুযায়ী, বড় ব্যবধানে অনাস্থা ভোটে হেরে যেতে পারেন ইমরান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |